বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থায়ী পাইলট ও ইঞ্জিনিয়ারদের চাকরিতে অবসরের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। পূর্বের বয়সসীমা ৫৯ থেকে বাড়িয়ে বর্তমানে ৬২ বছরে উন্নীত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (৯ অক্টোবর) বিমানের পরিচালক মো. মতিউল ইসলাম চৌধুরীর সই করা দুটি পৃথক আদেশে এ বয়সসীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের ৩১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিমানে কর্মরত স্থায়ী পাইলটদের চাকরির অবসর বয়সসীমা ৬২ বছরে উন্নীত করা হলো। এ আদেশ ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তারিখ থেকে কার্যকর হবে।
প্রশাসনিক আদেশে আরও বলা হয়েছে, পর্ষদের ৩১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরাধীন সব প্রকৌশলী এবং প্রকৌশল কাজে সংশ্লিষ্ট সব টেকনিক্যাল কর্মচারীদের চাকরির অবসর বয়সসীমা ৫৯ বছরের পরিবর্তে ৬২ বছরে উন্নীত করা হলো। এ আদেশ ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তারিখ থেকে কার্যকর হবে।
মন্তব্য করুন