কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদে কথা বলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। ছবি : কালবেলা
জাতিসংঘ সাধারণ পরিষদে কথা বলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। ছবি : কালবেলা

ছাত্র-জনতার নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল বাংলাদেশ বিনির্মাণে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শক্তিশালী অংশীদারত্বের অঙ্গীকার ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।

নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (৮ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান ৭৯তম অধিবেশনের দ্বিতীয় ও প্রথম কমিটিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তব্যে পররাষ্ট্র সচিব দ্বন্দ্ব, আর্থিক সংকট, মুদ্রাস্ফীতি, উচ্চদ্রব্যমূল্য, পরিবেশগত অবক্ষয় এবং জীববৈচিত্র্যের ক্ষতিসহ সমসাময়িক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বিশ্বব্যাপী প্রবৃদ্ধি ও সহনশীলতা নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য তিনি বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থার সংস্কার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অবৈধ আর্থিক প্রবাহ রোধকরণ, তারুণ্য নির্ভর কার্যক্রমের জন্য তরুণদের মানসম্পন্ন শিক্ষা এবং ডিজিটাল দক্ষতা নিশ্চিতকরণ এবং সহনশীল ও টেকসই ব্যবস্থাপনার অপরিহার্য ভিত্তি হিসাবে শান্তি বজায় রাখার আহ্বান জানান।

এ সময় পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল এবং যুদ্ধ ও সহিংসতার সংস্কৃতির বিপরীতে শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য সব রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র সচিব।

পরে পররাষ্ট্র সচিবের সঙ্গে জাতিসংঘের পলিটিক্যাল ও পিস বিল্ডিং অ্যাফেয়ার্স দপ্তরের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খালেদ খিয়ারির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে দীর্ঘদিনের অংশীদারত্বের বিষয়টি তুলে ধরেন। খিয়ারি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে জাতিসংঘের আগ্রহ ব্যক্ত করেন।

এ সময় শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সঙ্গে গাম্বিয়া ও পেরুর অংশীদারত্বের বিষয়টি উল্লেখ করে তি‌নি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণে অন্যান্য দেশকে সহায়তা দিতে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকাকে সাধুবাদ জানান।

পররাষ্ট্র সচিব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলকে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ অভিযাত্রায় জাতিসংঘের সহায়তা কামনা করেন।

এ সময় তারা মানবাধিকার, উন্নয়ন এবং আইনের শাসনের মতো ক্ষেত্রগুলোতে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে পূজামণ্ডপ পরিদর্শনে বরকত উল্লাহ বুলু

সম্প্রীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে : ধর্ম উপদেষ্টা 

চুরি করে ১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি

ডাক হরকরার ছুটে চলার দৃশ্য আর চোখে পড়ে না

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব গ্রেপ্তার 

কলকাতা মেডিকেলের চিকিৎসকদের গণপদত্যাগ

বাংলাদেশি স্টার্টআপ ‘যাত্রী’ মধ্যপ্রাচ্যে

রাজশাহীতে আ.লীগের চার নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬

কুষ্টিয়ায় বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু

পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রহমতুল্লাহ

১০

লেবানন যুদ্ধ নিয়ে যা বললেন নেতানিয়াহু

১১

ঢাকা উত্তর সিটিতে জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা চালু

১২

এইচএসসির ফল জানতে পারবেন যেভাবে

১৩

হেফাজতে ইসলামের মক্কা শাখার সিরাত সম্মেলন অনুষ্ঠিত

১৪

ফুটবলে ফিরছেন ক্লপ

১৫

আমাদের ডাকবাক্সটি ছিল আপনজনের চেয়েও আপন

১৬

রাতেই ১৫ জেলায় তীব্র ঝড়ের শঙ্কা

১৭

প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

১৮

দুর্নীতি আমাদের এক নম্বর শত্রু : ড. দেবপ্রিয়

১৯

‘রিসেট বাটন’-এর ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম

২০
X