আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক বিষয়ের ওপর যৌথভাবে সংবাদ সম্মেলন ডেকেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা কমিটির সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সংবাদ সম্মেলনে পূজার প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও অন্যান্য বিষয় নিয়ে বক্তব্য রাখবেন দুই সংগঠনের নেতারা। বুধবার (০৯ অক্টোবর) থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে ঢাকা মহানগরে পূজার সংখ্যা হবে ২৫৩টি। বুধবার (২ অক্টোবর) মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুভ মহালয়ায় দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে-মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে। কৈলাশ থেকে মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা। হিন্দু বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গা মর্ত্যে আসছেন দোলায় চেপে, ফিরবেন ঘটকে (ঘোড়া) চড়ে।
মন্তব্য করুন