ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন। সম্প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতের কলকাতার ইকোপার্কে দেখা গেছে। যেখানে অনেকটা খোশ মেজাজে বসে গল্প করছিলেন তিনি।
মঙ্গলবার (১ অক্টোবর) এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেকে দেখা যায়।
এখন প্রশ্ন এসব নেতাকর্মী কীভাবে কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন। এ বিষয়ে বুধবার (২ অক্টোবর) কথা বলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।
মুনীম ফেরদৌস বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছেন না কি অবৈধভাবে, সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই। এখানে র্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই। আমাদের যে দায়িত্ব ও কর্মপরিধি, সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নজিরবিহীন দমনপীড়ন চালানো হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে। তার বিরুদ্ধে ইতোমধ্যে অর্ধশতাধিক মামলাও হয়েছে।
মন্তব্য করুন