রাজধানী ঢাকা দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টায় দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস। তারা বলছে, সারা দেশে এই বৃষ্টির প্রবণতা আগামী তিন দিন আরও বাড়তে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম অধিকাংশ জায়গায়; রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
তবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। যদিও রাতের তাপমাত্র অপরিবর্তিত থাকবে। গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে ৯৯ মিলিমিটার।
আরও পড়ুন : রপ্তানি কমানো অব্যাহত রাখছে সৌদি-রাশিয়া, বাড়বে তেলের দাম
মন্তব্য করুন