কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বজ্রপাতে শিক্ষার্থীসহ প্রাণ গেল ৮ জনের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সপ্তাহের ব্যবধানে সিলেট, সুনামগঞ্জ ও টাঙ্গাইলে বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে ৪ জন, সিলেটে শিক্ষার্থীসহ ৩ জন ও টাঙ্গাইলে ১ যুবক মারা গেছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পৃথক স্থানে বজ্রপাতে তাদের মত্যু হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, জামালপুর থানার ওসি স ম কামাল হোসাইন, ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান, সিলেটের বিশ্বনাথ থানার ওসি মো. রুবেল মিয়া, শাহপরান থানার ওসি মো. মনির হোসেন, কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ ও টাঙ্গাইলের সদরের গালা ইউনিয়ন পরিষদ সদস্য শওকত হোসেন।

মৃতরা হলেন- দোয়ারাবাজারের পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০), একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮), জেলার জামালগঞ্জের কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে শরিফ মিয়া (৩৫), ছাতক উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের খুরশিদ আলীর ছেলে সুন্দর আলী (৪৭), টাঙ্গাইলের সদর উপজেলার ভাটচান্দা গ্রামের আরফান আলীর ছেলে মো. শাহাদত হোসেন (২৮), সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কাটিমারা গ্রামের অনসার আলী (২৫), কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কনু মিয়ার ছেলে মাসুক আহমেদ (৪১), সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের মো. ওলিউর রহমানের বড় ছেলে মো. রেদওয়ান আহমদ (২৩)। তিনি সিলেট এমসি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।

সিলেটের বিশ্বনাথের দশঘর ইউপি চেয়ারম্যান মো. এমাদ উদ্দিন খান জানান, রোববার ভোরে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মো. রেদওয়ান আহমদের মৃত্যু ও ছোট ভাই সুফিয়ান আহমেদ আহত হয়।

সদরের গালা ইউনিয়ন পরিষদ সদস্য শওকত হোসেন জানান, রোববার বিকেলে শাহাদত হোসেন বাড়ির পাশের ক্ষেত থেকে গরু আনতে যান। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি নিহত হন।

বিশ্বনাথ থানার ওসি মো. রুবেল মিয়া কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।

শাহপরান থানার থানার ওসি মো. মনির হোসেন বলেন, সকালে নিজ বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে অনসার আলী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিশ্বনাথ থানার ওসি মো. রুবেল মিয়া জানান, গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ ধরার উদ্দেশ্যে পুকুর সেচ করছিলেন কিছু যুবক। এ সময় বজ্রপাতে দুজন আহত হয়। পরে তাদের হাসপতালে নেওয়া হলে ডাক্তার রেদওয়ান আহমেদকে (১৯) মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, সুনামগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিয়েতনামে কষ্টের জয় বাংলাদেশের

রাতেই দুই অঞ্চলে তীব্র ঝড়ের শঙ্কা

‘শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে, আইন ভাঙলে ব্যবস্থা’

শেখ হাসিনার জন্মদিনের কেক কাটতে টিএসসিতে নায়িকা

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি / সম্মিলিত ওলামা পরিষদের বিক্ষোভ

নিহত সেনা কর্মকর্তার পরিবারকে দেখতে গেলেন আমিরে জামায়াত

বিশ্বাসঘাতকা করে ইসরায়েলকে নাসরুল্লাহর অবস্থান জানিয়ে দেওয়া হয়!

থাকছেন ধোনি, ছেড়ে দেওয়া হচ্ছে মোস্তাফিজকে!

সম্পদের হিসাব দিতে হবে ইসি কর্মকর্তাদের

১০

‘সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ নেই’

১১

মাটি ছাড়া ঘাস উৎপাদনে সফল খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা

১২

বউ ঘুরবে, তাই আস্ত দ্বীপ কিনে দিলেন স্বামী!

১৩

সাংবাদিক শফিক রেহমানের সাজা স্থগিত

১৪

নতুন মাত্রায় যুদ্ধ শুরুর শঙ্কা, কী করবে মুসলিম বিশ্ব?

১৫

সিটি করপোরেশন পরিচালনায় কমিটি, কাউন্সিলরের দায়িত্বে থাকবেন যিনি

১৬

আরব তরুণরা যৌন শক্তি বাড়াতে মরিয়া

১৭

বাসসের প্রতিবেদন / ‘সবার আব্বু আসে, আমার আব্বু আসে না কেন?’ প্রশ্ন ছোট্ট রাইসার

১৮

বিএনপি সবসময় শহীদদের পরিবারের পাশে থাকবে : যুবদল সভাপতি

১৯

শাহজালাল বিমানবন্দরের চারপাশকে ‘সাইলেন্ট জোন’ ঘোষণা

২০
X