বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাজি আলাউদ্দিন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গুলশানের জব্বার টাওয়ারে সমিতির কার্যকরী পরিষদের এক জরুরি সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
হাজি আলাউদ্দিন বলেন, আমি মনে করি দায়িত্ব দেওয়া বড় কথা নয়, দায়িত্বটা পালন করা সবচেয়ে বড় কথা। দায়িত্ব পালন করতে হলে আপনাদের সর্বাত্মক সহযোগিতা লাগবে। আপনাদের কাছে আমার শুধু এতটুকু আহ্বান থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সড়ক পরিবহনের যে পোস্ট খালি রয়েছে এটা আপনারা সংযোজন করেছেন। আগামী দিন বাংলাদেশ সড়ক পরিবহনের নির্বাচনে নতুনদের দায়িত্ব বুঝে দেওয়া আমাদের দায়িত্ব থাকবে। এর মধ্যে আমাদের জেলায় যারা আছেন, আপনাদের মধ্যে যেখানে সংযোগ করা দরকার আপনারা করে নিবেন।
নবনির্বাচিত সভাপতি বলেন, এখন সারা দেশের পরিবহনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এগুলো আপনাদের দূর করতে হবে। বর্তমান সরকারকে আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা খেয়াল রাখবেন, বহিরাগত লোক এসে আমাদের পরিবহনে যেনো চাঁদাবাজি করতে না পারে। বহিরাগত কেউ এসে সমিতিতে নেতৃত্ব না দিতে পারে এ বিষয়ে সতর্ক থাকবেন।
সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে উল্লেখ করে তিনি আরও বলেন, আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন। সেনাবাহিনী সারা বাংলাদেশে দায়িত্ব পালন করছে। সেনাবাহিনীকেও আপনারা সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি।
সভায় সব জেলার পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন