বন্দিদের প্রতিদিনের নিয়মিত খাবারে মসলার প্রাপ্যতা বৃদ্ধির লক্ষ্যে শুধু প্রতি ১০০ জন বন্দির জন্য ১ কেজি ডাল সেভিংসসংক্রান্ত সার্কুলার অনুসরণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ ছাড়া অন্যান্য খাদ্যদ্রব্যসমূহের কোনো প্রকার কর্তন বা সেভিংস করা যাবে না। এতদ্ববিষয়ে কোনো প্রকার ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিদিনের প্রাপ্য খাদ্যের পাশাপাশি কোনো বিশেষ, ধর্মীয় বা জাতীয় দিবস উপলক্ষে বন্দি প্রতি অতিরিক্ত ১৫০ টাকা বিশেষ বরাদ্দ করা হয়ে থাকে। উল্লিখিত দিবসে সাধারণভাবে বন্দির প্রাপ্য খাবারের সঙ্গে ওই ১৫০ টাকা যোগ করে বিশেষ দিবসে বন্দিদের খাবার পরিবেশন করা হয়।
এক্ষেত্রে কোনোভাবেই বিশেষ দিবসের পূর্বের দিনসমূহে বন্দিদের প্রাপ্য মাছ, মাংস, ডাল, শাকসবজি বা অন্যকোনো খাদ্যদ্রব্য বিশেষ দিবসের জন্য কর্তন করা যাবে না। এর ব্যত্যয় পরিলক্ষিত হলেও দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন