পাহাড়ে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে উভয়পক্ষের সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে ডা. ফওজিয়া মোসলেম বলেন, খাগড়াছড়ি ও রাঙামাটিতে গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার সংঘর্ষ, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। যেখানে ৩ জনের প্রাণহানি ও বহু হতাহতের ঘটনা ছাড়াও শতাধিক দোকান ও বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, যা অত্যন্ত দুঃখজনক। পার্বত্য এলাকার এ ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ মর্মাহত।
বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, সংখ্যালঘু জাতিসত্তার গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাষ্ট্রীয় পদক্ষেপ না নিলে এ বিরোধ থেকেই যাবে।
মন্তব্য করুন