রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ পুনর্বহাল করেছে সরকার।
রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকারকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯ সেপ্টেম্বরের জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করা হলো।
গত ৪ এপ্রিল তারিখে জারিকৃত নিয়োগের আদেশ বহাল রাখা হলো। তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে ছিদ্দিকুর রহমানকে রাজউক চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করে সরকার।
ওইদিন সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিুকুর রহমানের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী রাজউকের চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
চলতি বছরের ৮ এপ্রিল রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ছিদ্দিকুর রহমান। তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি মো. আনিছুর রহমানের স্থলাভিষিক্ত হন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে ব্যাপক রদবদল শুরু হয়, যা এখনো চলছে।
মন্তব্য করুন