গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।
অভিযানে গুলিভর্তি একটি শর্টগানসহ শাহজাহান নামক এক সন্ত্রাসীকে আটক করা হয়।
এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে আটককৃত সন্ত্রাসী শাহজাহান দৌড়ে পালানোর চেষ্টা করলে নৌসদস্যরা তাকে ধরে ফেলেন।
পরে তার দেহ তল্লাশি করে একটি শর্টগান ও তাজা গুলি পাওয়া যায়। আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন