দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া বিভাগ থেকে গত ১৫ সেপ্টেম্বর (রোববার) ‘৫৮৯ জনের পাসপোর্ট বাতিল, বিপাকে হাসিনার মন্ত্রী-এমপিরা’ শিরোনামে একটি ভিডিও সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে ভুল করে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের একটি গ্রুপ ছবি দেখানো হয়।
প্রকৃতপক্ষে ওই সংবাদের সঙ্গে ছবিতে প্রদর্শিত সম্মানিত উপাচার্যদের কোনো সম্পর্ক নেই। ভুল ছবি প্রদর্শনের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে পুরো সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।
সম্মানিত উপাচার্যদের ছবি ভুলক্রমে প্রকাশের বিষয়ে কালবেলা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে সম্মানিত শিক্ষক ও উপাচার্যরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ায় কালবেলা ক্ষমা প্রার্থনা করছে। ভবিষ্যতে এসব বিষয়ে কালবেলা কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।
মন্তব্য করুন