রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৬ কর্মকর্তাকে নিজ দপ্তর থেকে অন্য দপ্তরে বদলি করা হয়েছে বলে জানা গেছে ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে জনস্বার্থের কথা উল্লেখ করে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন একটি অফিস আদেশ জারি করে এই কর্মকর্তাদের বদলি নিশ্চিত করেন।
তিনি জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই কর্মকর্তাদের আগের কর্মস্থল থেকে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা নতুন কর্মস্থলে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজড বা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সহকারী অথরাইজড অফিসার রুমায়াত মাহমুদ চৌধুরীকে বদলি করে পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ ১)-এর দপ্তরে পাঠানো হয়েছে বলে রাজউক সূত্রে জানা গেছে।
একইভাবে সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস মিয়াকে বদলি করে জোন ১/১ পরিচালক (জোন ১) দপ্তরে, প্রধান ইমারত পরিদর্শক শফিকুল ইসলামকে বদলি করে জোন ৫/১ পরিচালক (জোন ৫)-এর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা যায়।
সে সঙ্গে প্রধান ইমারত পরিদর্শক আবু বকর সিদ্দিককে বদলি করে জোন ৮/২ পরিচালক (জোন ৮)-এর দপ্তরে, ইমারত পরিদর্শক মোহাম্মদ আল মামুনকে বদলি করে জোন ৫/২ পরিচালক (জোন ৫)-এর দপ্তরে এবং ইমারত পরিদর্শক শুভ সাহাকে বদলি করে জোন ২/২ পরিচালক (জোন ২)-এর দপ্তরে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় চাকরি হারান রাজউক কর্মকর্তা মিলন বর্মন। ১৪ সেপ্টেম্বর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকার একটি অফিস আদেশ জারি করে ওই কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেন।
অফিস আদেশে রাজউক চেয়ারম্যান উল্লেখ করেন, মিলন বর্মন, বেঞ্চ সহকারী, আইন শাখা, রাজউক। তিনি বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে কোর্সে অংশগ্রহণের জন্য ২০১৯ সালে এক বছরের জন্য অর্ধ গড় বেতনে শিক্ষাছুটি গ্রহণ করেন। পরে তার ছুটি ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়। পরে পুনরায় ছুটি আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুর করা হয়নি। তারপরও তিনি আজ পর্যন্ত বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং বহিঃ বাংলাদেশ অবস্থান করছেন।
মন্তব্য করুন