জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি ডায়ালাইসিস বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) তিনি হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা ও মানবাধিকার সুরক্ষা বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেন।
গত ১০ সেপ্টেম্বর গণমাধ্যমে ‘ডায়ালাইসিস বন্ধে ঝুঁকিতে রোগী’ বিষয়ক সংবাদ প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনের নজরে আসে। এর প্রেক্ষিতে কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করে। ওই সুয়োমটোতে কমিশন ভয়াবহ বন্যাকবলিত ফেনী সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেবা সচল রাখা এবং মানোন্নয়নের জন্য নির্দেশনা প্রদান করে।
ভয়াবহ বন্যাকবলিত ফেনীতে সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ থাকা, বেসরকারি হাসপাতালের সুযোগ গ্রহণ ও অনিয়ন্ত্রিত খরচ, কিডনি জটিলতার রোগীরা ব্যাপক ভোগান্তির শিকার হয়। বিষয়টিতে উদ্বেগ প্রকাশপূর্বক কমিশন তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করে।
মন্তব্য করুন