ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলকে বাংলাদেশের গ্রাফিতিবিষয়ক একটি আর্টবুক উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বইটিতে ঢাকা ও অন্যান্য শহরের দেয়ালে জুলাই-আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের সময় ছাত্র-তরুণদের আঁকা কয়েকটি সেরা শিল্পকর্মের ছবি রয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, আমি অনুরোধ করব ঢাকার দেয়ালের দিকে তাকান। সেই দেওয়াল লিখন এখনো আছে। এগুলো শুধু বিপ্লবের পরেই আঁকা হয়নি। জুলাই মাসে বিক্ষোভের সময় শিক্ষার্থীরা সরকারি বাহিনীকে উপেক্ষা করে দেয়ালচিত্র আঁকে।
তিনি বলেন, তরুণ চিত্রশিল্পীরা ঢাকার দেয়ালকে শক্তিশালী ক্যানভাসে পরিণত করার পর ঢাকা বিশ্বের দেয়ালচিত্রের রাজধানীতে পরিণত হয়। তারা শক্তিশালী বার্তা দেওয়ার জন্য স্লোগান এবং কবিতা লিখেছে। এসব বার্তায় বিপ্লবের চেতনা ও বৈষম্যমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
প্রধান উপদেষ্টা বলেন, তাদের (শিক্ষার্থী) কাছে রং ও ব্রাশ কেনার টাকা ছিল না। জনগণ তাদের সমর্থনে এগিয়ে এসেছে।
বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। প্রতিনিধি দলে আরও ছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর এবং মার্কিন ট্রেজারি বিভাগের পরিচালক জেরোড ম্যাসন।
এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জসমূহ উল্লেখ করে বলেন, তার সরকার দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন, সংস্কার ও পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন বর্তমান সময়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। তিনি ছাত্রদের নেতৃত্বে সংগঠিত বিপ্লব সম্পর্কে বলেন, এই বিপ্লব বাংলাদেশে নতুন আশা জাগানিয়া যুগের সূচনা করেছে।
মন্তব্য করুন