দেশের বিভিন্ন জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, দেশের ১৮ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও প্রশমিত হতে পারে।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে কিছু কিছু জেলায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নীলফামারী, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে শুক্রবার সন্ধ্যার মধ্যেই তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
ময়মনসিংহে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। এদিকে অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে অতি ভারি বর্ষণও।
মন্তব্য করুন