কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের গণহারে মামলার আসামি করা বন্ধ চায় বিএফইউজে

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) লোগো। ছবি : সংগৃহীত

বিভিন্ন হত্যা মামলায় সাংবাদিকদের গণহারে আসামি করা বন্ধসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির এক সভায় এ দাবি জানানো হয়।

বিএফইউজের অন্য দাবিসমূহের মধ্যে রয়েছে-

১. অবিলম্বে বন্ধ গণমাধ্যম খুলে দিতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে হবে।

২. গণমাধ্যম প্রতিষ্ঠানে নবম ওয়েজবোর্ড রোয়েদাদ দ্রুত কার্যকর করতে হবে।

৩. গণমাধ্যম ও সাংবাদিক সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে বিএফইউজে নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে।

৪. সাগর-রুনীসহ সব সাংবাদিক হত্যার বিচার করতে হবে।

৫. গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

৬. গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল করতে হবে।

৭. অপসাংবাদিকতা ও তথ্য সন্ত্রাস বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

৮. রুহুল আমীন গাজী, আবুল আসাদ, মাহমুদুর রহমান, শফিক রেহমান, মাহফুজ আনাম, মতিউর রহমান, রোজিনা ইসলামসহ সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৯. ফ্যাসিবাদী সরকারের রোষাণলে ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও গণমাধ্যমকে ক্ষতিপূরণ দিতে হবে।

সভায় বিএফইউজের সিনিয়র সহসভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞাপন বণ্টনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

সংগঠনের সহসভাপতি খায়রুল বাশার বলেন, গত ১৭ বছর সাংবাদিকতা পেশার অবমূল্যায়ন করা হয়েছে। পেশার মর্যাদা রক্ষা করতেই অন্তর্বর্তী সরকারের সাথে বসে করণীয় নির্ধারণ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের বিভিন্ন স্তরে বসে থাকা স্বৈরাচারের দোসরদের সরাতে হবে।

সহসভাপতি একেএম মহসিন বলেন, অন্তর্বর্তী সরকারে সাংবাদিক নেতাদের অন্তর্ভুক্ত করতে হবে।

সহকারী মহাসচিব বাছির জামাল বলেন, আমাদের আন্দোলন-সংগ্রামে সরকারের পতন হয়েছে। অতীতে যারা রাজনৈতিক অ্যাসাইলাম নিয়ে বাইরে গিয়ে নিরাপদ জীবনযাপন করেছেন, তারা কিন্তু এখন দেশে ফিরে বিশেষ সুবিধা নিতে তৎপর।

সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ডিইউজে-বিএফইউজে সর্বাত্মক সংগ্রামে ৫ জন সাংবাদিক নিহত ও ২০০ জন আহত হয়েছে। বৈষম্যমুক্ত দেশ গঠনে সাংবাদিকদের অবদান অনেক হলেও রাষ্ট্র সংস্কারে যথাযথ অন্তর্ভুক্তি করা হয়নি। সাংবাদিকদের মধ্যে বিভেদ তৈরির ষড়যন্ত্রের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে ও মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় সভায় দেশের সার্বিক অবস্থা এবং গণমাধ্যম পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন ড. সাদেকুল ইসলাম স্বপন ও এহতেশামুল হক শাওন, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু বকর, প্রচার সম্পাদক শাহজাহান সাজু, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল আওয়াল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আক্রামুজ্জামান, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সাইফুল ইসলাম, কুস্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিএফইউজের নির্বাহী সদস্য আবদুর রাজ্জাক বাচ্চু, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জলীল ভূইয়া, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জিএমএ আশেকউল্লাহ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচএম দেলওয়ার হোসেন, মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাম্বুলেন্স-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল কৃষি কর্মকর্তার

দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন বহু যাত্রী

চাল ধোয়া পানিতে লুকিয়ে আছে স্কিনের আসল রহস্য

দুই নৌরুটে ফেরি চলাচল শুরু

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা

কসবায় উদ্ধার করা মর্টারশেলের বিস্ফোরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহনের সংঘর্ষ, নিহত ১

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কোন কোন বিভাগে বৃষ্টি হবে জানাল আবহাওয়া অফিস

১০

যৌথ বাহিনীর অভিযানে নারী মাদককারবারি গ্রেপ্তার

১১

শীতে অসুস্থ হতে না চাইলে খেতে পারেন এই সুপারফুডগুলো

১২

কম্পিউটার মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়াল ওয়ালটন

১৩

সকালে হালকা গরম পানি খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?

১৪

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

১৫

ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয় কল্পনাকে : পুলিশ

১৬

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১৭

আহ্ছানিয়া মিশনে চাকরির সুযোগ

১৮

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে

১৯

দেশীয় সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে জাসাস : মীর হেলাল

২০
X