কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ
এনডিএফের সংবাদ সম্মেলন

‘ছাত্র আন্দোলনে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি’

সংবাদ সম্মেলনে এনডিএফ। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে এনডিএফ। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলন ও আওয়ামী লীগ সরকার পতনে ছাত্র-জনতার এক দফার দাবিতে আন্দোলনের সময় আহতদের চিকিৎসাসেবা নিয়ে কিছু বেসরকারি হাসপাতাল যেখানে বিল বাণিজ্যে লিপ্ত হয়েছিল, তখন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে।

একইসঙ্গে তাদের মালিকানাধীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো থেকে বিনামূল্যে ওষুধ-অ্যাম্বুলেন্সসহ হতাহতদের নানা ধরনের সেবা দেওয়া হয়েছে বলে দাবি করেছে এনডিএফ।

বুধবার (১১ সেপ্টম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন নেতারা।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ন্যাশনাল ডক্টরস ফোরামের চিকিৎসকরা টানা তিন সপ্তাহ খেয়ে না খেয়ে আন্দোলনে আহত রোগীদের সেবা দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে আহতদের জন্য রক্ত সংগ্রহ, ওষুধের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থাও আমরা করেছি। আমাদের বেশ কিছু অ্যাম্বুলেন্স ভাঙচুরের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অস্থিতিশীল পরিস্থিতিতেও আমরা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন করেছি, এমনকি সবমিলিয়ে ছয় শতাধিক ব্যাগ ব্ল্যাড ম্যানেজ করে রোগীদের সরবরাহ করেছি। নিজেদের পকেট থেকে টাকা দিয়েও রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করেছি।

তিনি বলেন, সংকটময় সেই পরিস্থিতিতে কাজ করতে গিয়ে এনডিএফের চিকিৎসকরা আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলাসহ নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। তারপরও চিকিৎসকরা রক্তচক্ষু উপেক্ষা করে সারা বাংলাদেশে পুলিশ ও আওয়ামী গুণ্ডাবাহিনী দ্বারা হাজার হাজার আহত ছাত্র-জনতার চিকিৎসা, জরুরি অপারেশন ও পরবর্তীতে পুনর্বাসনে আর্থিক ফান্ড গঠনসহ সর্বোচ্চ সহযোগিতা করেছে, যা এখনও চলমান রয়েছে।

এনডিএফের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরে পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের প্রেতাত্মাদের এখনও রাজত্ব করে চলছে। অন্য মন্ত্রণালয়ের তুলনায় এখানে কোনো পরিবর্তন দৃশ্যমান নয়।

ড. মাহমুদ বলেন, স্বৈরাচারের দোসর দুই সচিব, সচিবালয়ের অন্যান্য কিছু কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ বিরোধিতাকারী দুর্নীতিবাজ কর্মকর্তারা তাদের পদে বহাল থেকে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, এসব দুর্বৃত্ত মন্ত্রণালয়ের কাজকর্মে স্থবিরতা ও বিশৃঙ্খলা এনে অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার এক অন্তর্ঘাতী ষড়যন্ত্রে লিপ্ত আছে। ছাত্র-জনতার আশা, আকাঙ্ক্ষা ও আন্দোলনের ফসল এ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র রুখে না দেওয়া হলে তারা যেকোনো সময় স্বাস্থ্য খাতকে অস্থিতিশীল করে তুলবে।

স্বাস্থ্যে বিতর্ক যেন পিছু ছাড়ছে না উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর স্বাস্থ্য খাতের ৫টি সংস্কার নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা চলছে। এসব সংস্কার মেনে নিতে পারছেন না চিকিৎসকরা। কেননা, আওয়ামীপন্থিদের বদলি করে আওয়ামীপন্থিদেরই পদায়ন করা হচ্ছে। এসবের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলনও করছেন চিকিৎসকরা।

এনডিএফ জানায়, এনডিএফের চিকিৎসকরাসহ সব চিকিৎসক কর্মকর্তা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের জুলুম, নির্যাতন, পদোন্নতি বঞ্চনা, বদলি হয়রানি ও মিথ্যা মামলা-হামলায় গত ১৬ বছর অবর্ণনীয় বৈষম্যের শিকার হয়েছে। অনেকে চাকরিচ্যুত হয়েছেন, নির্যাতনের কারণে অনেকেই চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তারপরও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এনডিএফের চিকিৎসকরা সক্রিয় ভূমিকা পালন করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে এনডিএফ এ আন্দোলনের প্রতি নৈতিক ও সার্বিক সমর্থনসহ সব সহায়তা প্রদান করে এবং এনডিএফের চিকিৎসকরা রাতদিন চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ছাত্রদের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে।

সংগঠনটির নেতারা আরও বলেন, গণঅভ্যুত্থানের এক মাস হয়ে গেলেও আমরা স্বাস্থ্য সেক্টরে তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। বরং শান্তি মিছিলে অংশগ্রহণকারী, দুর্নীতিবাজ ও ছাত্র-জনতার চিকিৎসায় বাধা প্রদানকারী স্বৈরাচারের দোসর চিকিৎসকদের পদায়ন করার মাধ্যমে তাদের পুনর্বাসন করা হচ্ছে। গত ১৬ বছর বৈষম্যের শিকার চিকিৎসকদের যথাযথ বদলি ও পদোন্নতির ব্যবস্থা না করে তাদের বঞ্চনাকে দীর্ঘায়ত করা হচ্ছে এবং নানাভাবে হয়রানি করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী সংস্কার সবার আগে দরকার : এ্যানি 

গুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না : প্রেস সচিব

এক ইলিশের দাম ৬ হাজার টাকা

ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট ২০২৪ লরিয়েট সম্মাননা পেলেন বাংলাদেশি তরুণ

ছায়ানটের লোকসংগীত আসরে দেশসেরা ৫ গীতিকবির গান

চাঁদাবাজদের ধরে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন : হাসনাত আবদুল্লাহ

বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী : রিজভী 

ক্যারিবীয়দের বিপক্ষে বোলিংয়ে টাইগাররা

সর্বস্তরের নারী প্রতিনিধিত্ব রাষ্ট্রের সব পর্যায়ে দেখা যাচ্ছে না

লালপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

১০

স্বামীকে মৃত দেখিয়ে ভুয়া মামলা, স্ত্রীসহ ৩ জন পুলিশ হেফাজতে

১১

মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ : ধর্ম উপদেষ্টা

১২

হঠাৎ কেন ইউরেনিয়ামের মজুত বাড়াল ইরান

১৩

দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন : যুবদল সভাপতি

১৪

গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্কের নির্বাহী কমিটি গঠন

১৫

মেহেরপুর ইসলামি আন্দোলনের উর্বর ভূমি : গোলাম পরওয়ার

১৬

রেলপথ যেভাবে পাল্টে দিয়েছে সময়ের ধারণা

১৭

‘সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা পর্যটনে নেতিবাচক প্রভাব ফেলবে না’

১৮

‘মুডিসের প্রতিবেদনে জুলাইয়ের অভ্যুত্থানের পর অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন নেই’

১৯

সব টেলিভিশনে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের নির্দেশ

২০
X