আগামী নির্বাচনে ছাত্র সমর্থিত দলকে ভোট দিতে আগ্রহী সাধারণ জনগণ। ঢাকাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থা সংস্থা ইনোভিশন কনসাল্টিংয়ের এক জরিপে এমন তথ্য উঠে আসে। অনলাইন এবং সরাসরি দুই উপায়েই এই জরিপ পরিচালিত হয়। অনলাইন জরিপে দেখা যায়, ৩৫ শতাংশ অংশগ্রহণকারী ছাত্র সমর্থিত নতুন কোনো দলকে ভোট দিতে চান। অন্যদিকে মাঠ জরিপে অংশগ্রহণকারীদের ক্ষেত্রে এই হার শতকরা ১০ শতাংশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ইনোভিশন কনসাল্টিংয়ের বাংলাদেশ স্পিকস শীর্ষক মাইক্রো-পোলিং প্ল্যাটফর্ম কর্তৃক পরিচালিত এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
জরিপ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিডিজবসের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সাবেক সভাপতি ফাহিম মাশরুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদি, ইনোভিশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সরওয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফলাফলে বলা হয়, মাঠ জরিপের অংশগ্রহণকারীদের ৩৪ শতাংশ এখনো নিশ্চিত নয় যে তারা কাকে ভোট দিবেন। ১০ শতাংশ অংশগ্রহণকারী ছাত্র সমর্থিত নতুন কোন দলকে ভোট দিতে চায়। অনলাইন জরিপে ১১ শতাংশ ব্যবহারকারী এখনো নিশ্চিত নয়, কাকে ভোট দিবেন। ৩৫ শতাংশ অংশগ্রহণকারী ভোট দিতে চান ছাত্র সমর্থিত নতুন কোন দলকে।
জরিপ বিশ্লেষণে বলা হয়, মাঠ জরিপে দরিদ্র ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে। বিশেষ করে, মাঠ জরিপে নারীদের অংশগ্রহণ জনসংখ্যার অনুপাতে নিশ্চিত করা হয়েছে। এ ছাড়াও মাঠ জরিপে জেন-এক্স, বুমারস,ও পূর্ববর্তী প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের ৯২ শতাংশই ‘জেন-জি’ এবং ‘মিলেনিয়ালস’।
জরিপ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অন্যদের মাঝে বিডিজবসের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সাবেক সভাপতি ফাহিম মাশরুরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন