২৪তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়েছে।
এডহক কমিটিতে আহ্বায়ক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নুরজাহান খানম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক সাইফুল ইসলাম। সম্প্রতি বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমিটিতে যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব মো. আবুল হাসান কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল হাসান (সদস্য সচিব) এবং বাকি তিন সদস্য হলেন- হোসনা আফরোজা, মো শাহিনুর আলম ও রেবেকা খান।
এডহক কমিটির বিষয়ে যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এ কমিটি ২৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের বৈষম্য দূরীকরণে আগামীতে কাজ করবে। এই কমিটির মেয়াদ থাকবে পরবর্তী ১৮০ দিন পর্যন্ত।
মন্তব্য করুন