দৈনিক কালবেলায় ‘তিন বাহিনীর দখলবাজিতে অশান্ত আশুলিয়া ইপিজেড’ শিরোনামে ৬ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
প্রতিবাদলিপিতে তিনি প্রকাশিত সংবাদটিকে মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন। সালাউদ্দিন বাবু তার প্রতিবাদলিপিতে বলেন, তার নিজস্ব বাহিনী বলতে কিছু নেই। যারা তাকে সমর্থন করে তারা সবাই বিএনপির নেতাকর্মী, এদের মধ্যে কেউ তার নিজস্ব বাহিনীর সদস্য নয়।
সাভার ও আশুলিয়ার কোনো গার্মেন্টসের ঝুট ব্যবসার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি কখনোই দখলের রাজনীতির সঙ্গে জড়িত নন। বরং কিছুদিন ধরে চলমান শ্রমিক অসন্তোষে পোশাক কারখানা উৎপাদন ব্যাহত হওয়ায় তিনি নিজে এ ব্যপারে স্থানীয় প্রশাসন, গার্মেন্টস ব্যবসায়ী নেতাদের সেনাবাহিনীর সঙ্গে কথা বলে এর সমাধানের চেষ্টা করে যাচ্ছেন।
পাশাপাশি বিএনপির হাইকমান্ড থেকেও গার্মেন্টস সেক্টরের অস্থিরতা নিরসনে প্রত্যেক নেতাকর্মীকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া নিউজে তার সম্পর্কে যেসব তথ্য দেওয়া হয়েছে সেসবের কোনো ভিত্তি এবং প্রমাণ নেই। এই প্রতিবেদন করার সময় আমার কাছ থেকে কোনো বক্তব্যও নেওয়া হয়নি।
মন্তব্য করুন