বন্যার্তদের জন্য বিপুল সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে জীবন রক্ষাকারী সহায়তা এবং দুর্যোগের পর পুনর্বাসনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পোস্টে বলা হয়েছে, ভয়াবহ বন্যার পর যুক্তরাষ্ট্র উদ্ধার অভিযান পরিচালনা, খাদ্য সহায়তা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৯০ হাজার মানুষের সহায়তায় ৭ লাখ ৫০ হাজার ডলারের জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় আট কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ১৮০ টাকার কাছাকাছি।
The U.S. is committed to delivering rapid, life-saving aid and helping communities recover and rebuild after disasters! In response to severe flooding in Bangladesh, the U.S. has committed $750,000 in emergency funding to support search and rescue operations, provide food, clean pic.twitter.com/1w11u89CBt — U.S. Embassy Dhaka (@usembassydhaka) September 5, 2024
এছাড়া দেশটির অংশীজন ও যারা বাংলাদেশি জনগণকে সহায়তা করার জন্য একত্রে কাজ করছে তাদের সবাইকে পোস্টে ধন্যবাদ জানানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, বন্যা আক্রান্ত জেলার ১১টি জেলা হলো– ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। বন্যাপ্লাবিত উপজেলা ৬৮টি। ক্ষতিগ্রস্ত ৫০৪টি ইউনিয়ন ও পৌরসভায় ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার পানিবন্দি অবস্থায় আছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট ৩ হাজার ৬১৫টি আশ্রয়কেন্দ্রে ৩ লাখ ৬ হাজার ৭৪১ জন লোক এবং ৩২ হাজার ৮৩০টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা দিতে মোট ৪৭২টি মেডিকেল টিম চালু রয়েছে।
মন্তব্য করুন