ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত যৌথ অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে স্থগিত করা লাইসেন্সের অধীন থানায় জমা না হওয়ায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনী, সংস্থার বেহাত, হারানো অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত যৌথ অভিযান শুরু হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, কারও কাছে অবৈধ অস্ত্রের তথ্য থাকলে অনুগ্রহপূর্বক এ বিষয়ে পুলিশকে অবহিত করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ মহানগরীকে অবৈধ অস্ত্রমুক্ত করতে বদ্ধপরিকর।
যেভাবে তথ্য প্রদান করা যাবে :
কারও কাছে অবৈধ অস্ত্রসংক্রান্তে কোনো তথ্য থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করতে পারেন বা নিকটস্থ থানাকেও অবহিত করতে পারেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে কিংবা নিম্নেবর্ণিত হোয়াটসঅ্যাপ নম্বরেও জানিয়ে দিতে পারেন। আপনার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯
• হোয়াটসঅ্যাপ নং : 01320-037870, 01320-037871
• ফেসবুক পেজ লিংক : https://www.facebook.com/dmpdhaka ।
উল্লেখ্য, ছাত্রজনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে উচ্ছৃঙ্খল জনতা। থানা ও ফাঁড়িতে হামলার পর দুর্বৃত্তরা অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয়। পুলিশ সদর দপ্তর থেকে এর পরিপ্রেক্ষিতে বলা হয়, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মধ্যে সেগুলো জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার। তবে দেশের বিভিন্ন স্থানে অনেক অস্ত্রই জমা দেওয়া হয়নি। এ অবস্থায় যারা অস্ত্র জমা দেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ কিছু উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন