কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সচিবালয়ে আনসারদের বেধড়ক পিটুনিতে আহত শাহিনের মৃত্যু

শাহীন হাওলাদার (৪৫)। ছবি : সংগৃহীত
শাহীন হাওলাদার (৪৫)। ছবি : সংগৃহীত

ছেলেকে উদ্ধার করতে গিয়ে গত ২৫ আগস্ট সচিবালয়ের সামনে আনসার সদস্যদের পিটুনিতে মারত্মকভাবে জখম হন শাহীন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালের আইসিইউতে মারা যান শাহীন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

মৃত শাহীন হাওলাদারের ছেলে হাসান আহমেদ বিশাল বলেন, গত ২৫ আগস্ট সাধারণ আনসার সদস্যরা যখন সচিবালয় ঘেরাও করেন, সেখানে শিক্ষার্থীরা উপস্থিত হলে তাদের ওপর হামলা করে আনসার সদস্যরা। এটি শুনে আমরা কয়েকজন বন্ধু মিলে সচিবালয়ের সামনে যাই। তারপর রাত ৯টার দিকে সচিবালয়ের দুই পাশে আনসার সদস্যরা অবস্থান নিলে মাঝখানে আটকা পড়ি আমরা। তখন সচিবালয় থেকে ফোন করে বাবাকে বলি আমাদের উদ্ধার করতে।

এদিকে ছেলে বিশালের ফোনকল পেয়ে সচিবালয়ে দ্রুত গিয়েছিলেন বাবা শাহিন হাওলাদার। তারপর সচিবালয়ের সামনে দিয়ে হেটে ছেলেকে খুঁজছিলেন তিনি। সে মুহূর্তে আনসার সদস্যরা লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে তাকে এবং মাথার পেছনে আঘাত করে।

ছেলে বিশাল আরও বলেন, পরবর্তী সময়ে একাধিক বার বাবার ফোনে ফোনকল করার পর সর্বশেষ এক শিক্ষার্থী ফোন রিসিভ করে জানায়, আনসার সদস্যরা আমার বাবার ওপর হামলা করেছে। বাবার কাছে গিয়ে দেখি তিনি মারাত্মকভাবে আহত। সে অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। সেখানে তার মাথায় অস্ত্রোপচার হয়। রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান আমার বাবা।

বিশালের বন্ধু রমজান হাওলাদার বলেন, আমার বন্ধু বিশালের বাবা মূলত সেদিন আমাদের সচিবালয়ের সামনে থেকে উদ্ধারের জন্য গিয়েছিলেন। তবে সেখানে তিনি আমাদের খুঁজে পাচ্ছিলেন না। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থী মনে করে তাকেও পিটিয়ে আহত করে। তাকে পেটানোর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। ভিডিওর মধ্যেও তাকে মারধর করতে দেখা গেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পেশায় গাড়িচালক শাহিন হাওলাদারের বাড়ি খুলনা বিভাগের মোংলা থানার কচুবুনিয়া গ্রামে। বাবার নাম সোবহান হাওলাদার। দুই ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে থাকতেন রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ৩০ নম্বর রোডের একটি বাসায়।

এ ঘটনায় একটি ‘অপমৃত্যু’র মামলা দায়ের হয়েছে বলে জানিয়ে শাহবাগ থানার এসআই মো. সানাউল হক বলেন, পরিবারের আবেদনে শাহিন হাওলাদারের মরদেহটি ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শাহীন হাওলাদারের মৃত্যু নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, “সেদিন সচিবালয়ের সামনে আনসার নামক কতিপয় সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যালে ভর্তি হওয়া শাহীন হাওলাদার ভাই আজ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন ৷”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ, গ্রেপ্তার ৫

দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে

সরাইলে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

মানিকগঞ্জে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা 

ভৈরবে আ.লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

আন্দোলন-ধর্মঘটে ‘কার্যত অচল’ রাবি, ব্যাহত শিক্ষার পরিবেশ

রাজবাড়ীতে জমি বন্ধক নিয়ে গাঁজা চাষ, চাষি আটক

টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ তদন্ত প্রতিবেদনে যা ছিল

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

ভারত থেকে এলো ২৪৫০ টন চাল

১০

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল দুই কারখানা

১১

উপসচিব বিতর্ক এবং আন্তঃক্যাডার বৈষম্যের বাস্তবতা 

১২

কিশোরগঞ্জে হাসপাতালে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

১৩

আবারও আসছে শৈত্যপ্রবাহ

১৪

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী মালদ্বীপের পাসপোর্ট

১৫

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

১৬

দূষণ ও জলবায়ু পরিবর্তন দাবানলকে ভয়াবহ করছে আরও

১৭

ধুম ৪-এ রণবীর

১৮

আমি কারাগারে বৈষম্যের শিকার : পলক

১৯

পয়েন্ট হারানোর পর গোলকিপারের ওপর ক্ষোভ ঝাড়লেন গার্দিওলা

২০
X