আরও চার পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মীর রেজাউল আলম, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির এবং অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. ইমাম হোসেন।
এদিকে সোমবার (২ সেপ্টেম্বর) ১২ অতিরিক্ত সচিবকে বদলি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ অতিরিক্ত সচিবকে বদলি করে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ ছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২ সেপ্টেম্বর) উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে রোবাবর (১ সেপ্টেম্বর) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মাসুদ বিন মোমেন বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করেন। ২০২২ সালের নভেম্বরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ানো হয়।
সে অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের শুরুতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে, শেখ হাসিনা সরকারের ক্ষমতাচুত্যির পর ড. মুহাস্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়।
এর আগে, তিনি জাপান, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন