রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৪:২০ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পোস্টিং নিয়ে পুলিশ সদস্যদের সতর্ক করল সদর দপ্তর

বাংলাদেশ পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

পোস্টিংয়ের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার (৩১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি চক্র পুলিশ সদস্যদের বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এসব প্রতারক চক্রকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এদিকে, পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন- নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আমিরুল ইসলাম, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মোকাম্মেল হক, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহসীন উদ্দিন, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল আলিম।

মো. আমিরুল ইসলামকে লালবাগ বিভাগে কামরাঙ্গীরচর থানায়, মো. মোকাম্মেল হককে মিরপুর বিভাগে রূপনগর থানায়, মোহসীন উদ্দিনকে রমনা বিভাগে নিউমার্কেট থানায় এবং মো. আব্দুল আলিমকে গুলশান বিভাগে ক্যান্টনমেন্ট থানায় পদায়ন করা হয়।

উল্লেখ্য, ইতোমধ্যে কয়েক ধাপে আরও বেশ কিছু পুলিশ কর্মকর্তাকে পদায়ন ও বদলি করেছে ডিএমপি।

এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৭ পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে পদায়ন করা হয়েছে। ২৭ আগস্ট পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

তাছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২৭ কর্মকর্তাকে বদলি করা হয়। ২৯ আগস্ট ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে তাদের বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার এবং ১২ জন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে পাঁচ কর্মকর্তাকে কোনো দায়িত্ব না দিয়ে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

এ ছাড়াও পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। বদলি করা কর্মকর্তারা হলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি ও অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) এ কে এম হাফিজ আক্তারকে শিল্পাঞ্চল পুলিশ ঢাকায় বদলি করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) ড. খ. মহিদ উদ্দিনকে টুরিস্ট পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মুনিবুর রহমানকে এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি হিসেবে, ডিএমপির উপপুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির উপপুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ইসরাইল হাওলাদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নজমুল হাসানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মাসুদ করিমকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হাসান মো. শওকত আলীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।

এর আগে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে নিয়োজিত সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। ২৪ আগস্ট পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বদলিকৃত কর্মকর্তারা হলেন- এসবির সহকারী পুলিশ সুপার সালেহ মুহম্মদ জাকারিয়া, এসপিবিএন ঢাকার ফারহানা মৃধা, কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সার্কেলের মো. মোর্শেদুল হাসান, নাটোর সিংড়া সার্কেলের মো. আকতারুজ্জামান, কুড়িগ্রাম নাগেশ্বরী সার্কেলের মো. মাসুদ রানা, র‍্যাবের পহন চাকমা ও আবুল বাসার মোল্যা, পটুয়াখালী বাউফল সার্কেলের সাদ্দাম হোসাইন, ময়মনসিংহ ফুলপুর সার্কেলের মো. আতাহারুল ইসলাম তালুকদার, বরিশাল উজিরপুর সার্কেলের মো. মাজহারুল ইসলাম, রাজশাহী সারদার মো. সাকিবুল আলম ভূঁইয়া ও তারিক লতিফ (বর্তমানে সহকারী পুলিশ সুপার, ডি-সার্কেল, রংপুর হিসেবে বদলির আদেশপ্রাপ্ত), র‍্যাবের মুহা. জাহিদ হাসান, বান্দরবান এসএএফের মো. আমজাদ হোসেন ও খাগড়াছড়ি এসএসএফের সৈয়দ মুমিদ রায়হান, এপিবিএনের জুয়েল চাকমা এবং র‍্যাবের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হোসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

বরকত উল্লাহ বুলুর ছেলের উপর চলা পাশবিক নির্যাতনের করুণ কাহিনি

বগুড়ায় সাবেক দুই এমপিসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলা

‘আমার মতো কষ্ট দুনিয়াতে কারু নাই’

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদ, সম্পাদক আরিফ

বন্যার্তদের ত্রাণ সহায়তার খরচ নিয়ে হাসনাত আব্দুল্লাহর নতুন পোস্ট

ফেনীতে আতঙ্কে দিন কাটাচ্ছেন বন্যাকবলিত মানুষ 

ফেনী ও কুমিল্লায় কৃষকদের মাঝে আনসারের ধানের চারা বিতরণ

রূপগঞ্জে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

এই জমিনে কোনো জালেমকে ছাত্র-জনতা বরদাশত করবে না : হেফাজতে ইসলাম

১০

মহেশপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মাসুম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা তুহিন

১১

কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

১২

ব‌রিশা‌লে প্রি-পেইড মিটার স্থাপন প্রত্যাহা‌রের দাবি

১৩

খুনের বদলা খুন চাই না, আমরা চাই সমতার চৌদ্দগ্রাম : ডা. তাহের

১৪

এক হেলিকপ্টার থেকে ত্রাণ, অন্যটি থেকে গুলি 

১৫

প্রথম কর্মসূচি ঘোষণা করল জাতীয় নাগরিক কমিটি

১৬

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টের মানববন্ধন

১৭

ফানাই নদীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক

১৮

আনিসুল ও সালমানের বিরুদ্ধে এবার অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার মামলা

১৯

যশোরে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

২০
X