সম্প্রতি বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’- এ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছে।
বুধবার (২৮ আগস্ট) বিকালে ডিএসসিসি প্রশাসক ড. মুহ. শের আলী করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থের (১৪ লাখ ৯১ হাজার ছয়শত আটান্ন টাকা) চেক স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামানের নিকট হস্তান্তর করেন।
এর আগেও বন্যার্তদের সহায়তায় দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের বেতনের অর্থ ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ প্রদান করছে।
মন্তব্য করুন