বিশিষ্ট ভাষাবিজ্ঞানী নজরুল গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মনিরুজ্জামান আদিয়াবাদের পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
ধানমন্ডি তাকওয়া মসজিদে বাদ এশা তার প্রথম জানাজা এবং তার নিজের গ্রামের বাড়ি আদিয়াবাদে প্রফেসর মনিরুজ্জামান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বুধবার (২৮ আগস্ট) সকাল ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চবির গুণী এই অধ্যাপক একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ছিলেন। দক্ষতার সঙ্গে পালন করেছেন নিজ বিভাগে সভাপতির দায়িত্ব। এ ছাড়াও তিনি চবির নজরুল গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন আদিয়াবাদ সাহিত্য ভবন, ভাষাতত্ত্ব কেন্দ্র ও নিসর্গ বার্তা (আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা)। এছাড়াও দেশের বিভিন্ন সংস্থা ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত দেশ বরেণ্য এই অধ্যাপক।
বাংলা একাডেমির সম্মানিত ফেলো, নজরুল গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মনিরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছে, অধ্যাপক মনিরুজ্জামান ভাষাবিজ্ঞান বিষয়ে যেমন অনন্য সাধারণ গবেষণা সম্পন্ন করেছেন তেমনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়েও উদ্ভাবনাময় গবেষণা পরিচালনা করেছেন। একজন গুণী শিক্ষক হিসেবে কয়েক প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে যুগিয়েছেন জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণা।
বাংলা একাডেমি তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা।
মন্তব্য করুন