বিদ্যমান বন্যা পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঢাকায় সদর দপ্তর ও বিদেশে বাংলাদেশ মিশনসমূহের সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে।
বুধবার (২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, খুব শিগগিরই এ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা করা হবে। দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করেছে।
এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা তাদের একদিনের বেতন বন্যা দুর্গতদের সহায়তা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও একদিনের বেতন দান করার সিদ্ধান্ত নেন।
মন্তব্য করুন