মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ
বুদ্ধিবৃত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতা

বাংলাদেশের সাদিদ শাহরিয়ারের স্বর্ণপদক জয়

স্বর্ণপদক জয়ী সাদিদ শাহরিয়ার। ছবি : কালবেলা
স্বর্ণপদক জয়ী সাদিদ শাহরিয়ার। ছবি : কালবেলা

বুদ্ধিবৃত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘আওলিপিয়া’ অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের সাদিদ শাহরিয়ার। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এককভাবে স্বর্ণপদকের পাশাপাশি দলগত অংশগ্রহণে রৌপ্য পদক এবং ট্রফিও অর্জন করে সাদিদ। সাদিদ আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা লেফটেন্যান্ট কর্নেল এ টি শাহরিয়ার আহমেদ এবং মা শারমিন সুলতানা সরকারের একজন উপসচিব।

সাত দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় ৯ আগস্ট। এতে মোট ইভেন্ট ছিল ৫টি। ৬০ মিনিটের নলেজ টেস্ট ও ইমপ্রমটু প্রতিযোগিতায় (যে কোনো বিষয় লটারির মাধ্যমে তুলে নিয়ে ১ মিনিট চিন্তা করে ২ মিনিট বলা) এককভাবে গোল্ড মেডেল জেতেন সাদিদ। আর বাংলাদেশ থেকে কোনো গ্রুপ করতে না পারায় অলিম্পিয়াড কর্তৃপক্ষ এই শিক্ষার্থীকে আজারবাইজান দেশের দুজন প্রতিযোগীর সঙ্গে যুক্ত করে। গ্রুপে কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও স্টোরি রাইটিং মিলিয়ে দলটি অর্জন করে সিলভার মেডেল। আর সম্মিলিতভাবে তারা ৩য় স্থান লাভ করে ট্রফি পান।

সাদিদ শাহরিয়ার তার এই অর্জনের বিষয়ে বলেন, ‘ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার ধরনের বই পড়তে পছন্দ করতাম। যেমন- দ্য অ্যাডভেঞ্জার অব সার্লক হোমস, রবিনসন ক্রুশো ইত্যাদি। এখন যেমন হ্যারি পর্টার পড়ছি। এই বইগুলো আমাকে নতুন কিছু করতে সবসময় উৎসাহ দিত। বাবা-মায়ের কিছু দিনের জন্য চাকরির সুবাদে বিদেশে অবস্থান করায় আমি দেশের বাইরে অস্ট্রেলিয়া ও কানাডার স্কুলে কিছুদিন পড়ার সুযোগ পেয়েছিলাম। বিদেশের স্কুলগুলোতে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস যেমন- মেকিং, সংস্কৃতি, এক্সট্রা ল্যাঙ্গুয়েজ ও গেমস ক্লাসগুলোতে অনেক বেশি প্রাধান্য দিতাম। আমি সবসময় এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতাম এবং বাংলাদেশকে তুলে ধরতাম।’

সাদিদ আরও বলেন, গত বছর বাংলাদেশ থেকে ইন্টারনেটে প্রথম আমি আওলিপিয়া অলিম্পিয়াড সম্পর্কে জানি এবং উৎসাহ নিয়ে অংশগ্রহণ করার জন্য বাবা-মাকে জানাই। কিন্তু এরপরে দেখা দিল বড় এক সমস্যা, তা হলো এই অলিম্পিয়াডে গ্রুপে অংশগ্রহণ করতে হয়। আমি গ্রুপের জন্য বন্ধুর সন্ধান করতে থাকি কিন্তু আগ্রহী কাউকে পেলাম না। হতাশ হয়ে বাবা-মাকে জানালে মা অলিম্পিয়াড কর্তৃপক্ষকে ই-মেইল দিয়ে জানতে পারে। যারা গ্রুপ করতে পারবে না তারা আওলিপিয়াতে অনলাইন গ্লোবাল কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। মা রেজিস্ট্রেশন করে দেন। আমি ক্লাস সেভেনের ছাত্র হওয়ায় আওলিন গ্রুপে পড়ি। শুরু হলো আমার প্রস্তুতি নেওয়ার পালা। প্রতিদিন আমি স্কুলের পড়া শেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করতাম এবং কখনো কখনো মুভিও দেখতাম। তিন মাস প্রস্তুতি শেষে অনলাইনে গত এপ্রিল মাসে অংশগ্রহণ করি এবং অনলাইন গ্লোবাল প্রতিযোগিতায় প্রথম হই। এতে আমি লন্ডনে সাত দিনের প্রতিযেগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হই। চার মাস স্কুলের পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রস্তুত করি। আমার বাবা আমার সুপারভাইজার হয়ে যান। মা হন উৎসাহদাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রনি পেল হুইল চেয়ার

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হতে হবে : আবু হানিফ

ক্রীড়াবিদ শওকত আলীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

শাহরিয়ার কবির গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

রাসূল (স.) আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে

ঝিনাইদহে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী সুজনের গ্রেপ্তারের খবরে বিএনপির আনন্দ মিছিল

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভূমি উপদেষ্টার পরিদর্শন, হয়রানি ছাড়া নামজারি খতিয়ান পেয়ে উৎফুল্ল নাজিম  

১০

চট্টগ্রামে জশনে জুলুশে মানুষের ঢল  

১১

বন্যা পরবর্তী প্রাণী চিকিৎসায় বাকৃবি শিক্ষার্থীরা

১২

‘দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে’

১৩

নার্সের ভুলে ৩ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

১৪

‘স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ’ করার প্রস্তুতি বিএনপির

১৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৭

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি

১৮

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের মতবিনিময়

১৯

২৮ থেকে ৪২তম বিসিএসের বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার

২০
X