কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সংহতির আহ্বান ইউএনএইচসিআরের

রোহিঙ্গা ইস্যুতে ইউএনএইচসিআরের আহ্বান
রোহিঙ্গা ইস্যুতে ইউএনএইচসিআরের আহ্বান

রোহিঙ্গা শরণার্থীদের আগমনের সাত বছর পূর্তিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) আবারও আন্তর্জাতিক মহলের কাছে ধারাবাহিক প্রতিশ্রুতির আহ্বান জানিয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গার সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের দুর্দশার স্থায়ী সমাধানে সহায়তা করার লক্ষ্যে এ আহ্বান জানানো হয়েছে।

রোববার (২৫ আগস্ট) ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানায়, ২০১৭ সালের ২৫ আগস্ট প্রায় সাত লাখ রোহিঙ্গা পুরুষ, নারী এবং শিশু মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন এবং আগের বছরগুলোতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সঙ্গে ক্যাম্পে বসবাস শুরু করেন।

বাংলাদেশ সরকার এবং জনগণের আন্তরিকতা রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়ের সুযোগ করে দেয়। শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের উদার সহায়তা শরণার্থীদের মৌলিক চাহিদা পূরণ এবং সুরক্ষা দিচ্ছে। তারা পাশাপাশি আশপাশে বসবাসকারী বাংলাদেশিদেরও সাহায্য দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিক সময়ের নিরাপত্তা সমস্যা এবং অর্থায়নের অনিশ্চয়তা কিছু হাতেগোনা গুরুত্বপূর্ণ এবং জীবন রক্ষাকারী কার্যক্রম ছাড়া বাকি সবকিছুকে বাধাগ্রস্ত করছে।

রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থাপিত শরণার্থীদের প্রতি বাংলাদেশের নবায়িত প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে ইউএনএইচসিআর। সংস্থাটি বলছে, আমরা ড. ইউনূসের আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ক্রমাগত আর্থিক সহায়তার মাধ্যমে সংহতি বজায় রাখা এবং নিরাপত্তা, মর্যাদা এবং পূর্ণ অধিকারসহ মিয়ানমারে শরণার্থীদের প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বানকে প্রতিধ্বনিত করছি। বাংলাদেশের জনগণের মানবিক মনোভাব বিশ্বজুড়ে প্রশংসার দাবি রাখে। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যখন দেশটি একটি পরিবর্তন এবং অনিশ্চিত সময় পার করছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে বৃদ্ধি পাওয়া সংঘাত রোহিঙ্গাদের জন্য পরিস্থিতি আরও বাজে করে তুলেছে। উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের সীমিত সুযোগ ও সহিংসতার ঝুঁকি নিয়ে অনেকেই এখনো রাষ্ট্রহীন অবস্থায় আছেন। তবুও বাংলাদেশে আশ্রিত শরণার্থীরা এখনো বলছেন, তারা তাদের ঘরবাড়ি ও গ্রামে ফিরে যেতে চান, যখন তা নিরাপদ হবে এবং মিয়ানমারে তাদের মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবর্তনই এ সংকটের প্রধান সমাধান। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ সম্ভাবনাকে বাস্তবায়িত করার জন্য রাজনৈতিক সদিচ্ছা জানানোর আহ্বান জানাই। সরকারের সব কর্তৃপক্ষের প্রতিও অনুরোধ, তারা যেন মিয়ানমারে সহিংসতা থেকে পালিয়ে আসা সাধারণ মানুষের বাংলাদেশে সুরক্ষার নিশ্চয়তা দেয়।

বিবৃতিতে বলা হয়, সবার মতো রোহিঙ্গারা উন্নত ভবিষ্যতের আকাঙ্ক্ষা করেন, যা জাতি, ধর্ম বা তাদের আর্থ-সামাজিক অবস্থার মাধ্যমে নির্ধারিত নয়। কক্সবাজার ও ভাসানচরে শরণার্থী জনসংখ্যার ৫২ শতাংশ ১৮ বছরের কম বয়সী, তাদের মধ্যে অনেকেই ক্যাম্পে জন্মগ্রহণ করেছেন অথবা শরণার্থী শিবিরে জীবনের প্রথম সময়গুলো কাটাচ্ছেন। উপযুক্ত সুযোগ-সুবিধা পেলে বড় সাফল্য অর্জনে সক্ষম হবেন। অবশ্যই রোহিঙ্গা শিশু, যুবক, নারী ও মেয়েদের ক্ষমতায়নের সুযোগ করে দিতে হবে, যাতে তারা নিজেদের সম্প্রদায়কে তুলে ধরতে সক্ষম হন। অংশীদারত্ব ও সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে চলে আসা সহিংসতা ও বঞ্চনার মোকাবিলা করতে পারব। একইসঙ্গে শোষণবাদী সংগঠনগুলোর খপ্পর থেকে রক্ষা করতে পারব ক্যাম্পের তরুণদের।

ইতোমধ্যে কয়েক হাজার রোহিঙ্গাকে ক্যাম্পের গুরুত্বপূর্ণ কার্জক্রমগুলোতে সহায়তা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে- আইনি পরামর্শ, মানসিক স্বাস্থ্য, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যকর্মী, পানি ও স্যানিটেশন অবকাঠামোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, আশ্রয়ণ মেরামতের পাশাপাশি আবহাওয়া এবং অগ্নিকাণ্ডের মতো ঘটনায় প্রথম সাহায্যকারী হিসেবে কাজ করা।

দক্ষতা, শিক্ষা ও জীবিকা নির্বাহের কর্মসূচির স্থিতিশীলতা বৃদ্ধি, শরণার্থীদের নিজেদের পায়ে দাঁড়াতে এবং ত্রাণের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অংশীজনদের শরণার্থীদের স্বনির্ভরতা বৃদ্ধির জন্য তাদের ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর।

২০২৪ সালে মানবিক সংস্থাগুলো রোহিঙ্গা শরণার্থী এবং আশেপাশে বসবাসরত বাংলাদেশিসহ আনুমানিক সাড়ে ১৩ লাখ মানুষের সহায়তার জন্য ৮৫২ মিলিয়ন মার্কিন ডলারের আবেদন করে। দাতাসহ বেসরকারি সংস্থাগুলোকে রোহিঙ্গা কার্যক্রমে তাদের অর্থায়ন বাড়ানোর আহ্বান জানায় ইউএনএইচসিআর। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা জনগণ যেমন আমাদের সর্বোত্তম সহায়তার দাবিদার, তেমনি বাংলাদেশের উদার জনগণকে এ সংকট মোকাবিলায় একা ছেড়ে দেওয়া যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌনকর্মী থেকে নেত্রী হওয়ার গল্প

উত্তাল সাগর, শূন্য হাতে ঘাটে ফিরছেন জেলেরা

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পারভেজ ৪০ দিন পর মারা গেলেন

কক্সবাজারে একদিনে রেকর্ড বৃষ্টিপাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা

তিতুমীর কলেজে সমন্বয়ক পরিচয়ে রুম দখলের প্রতিবাদে মানববন্ধন

ড. ইউনূসের মেগাফোন কূটনীতিতে ভারতের অস্বস্তি

আওয়ামী নেতার সিনেমায় বুবলী, মুখ খুললেন নায়িকা 

অস্ত্র হাতে সেই লিটন গ্রেপ্তার

কমলার সঙ্গে আর বিতর্কে যাবেন না ট্রাম্প

১০

চিরকুট ও কাফনের কাপড় রেখে প্রাণনাশের হুমকি

১১

অসুস্থ ফুটবলারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

১২

ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্তে ফের ইলিশের চালান জব্দ

১৩

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ১৯ লাখ রুপিসহ যুবক আটক

১৪

দাবানলে পাল্টে যাচ্ছে আবহাওয়া, স্যাটেলাইটে ভয়ংকর দৃশ্য

১৫

নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে নতুন মুখ

১৬

শেখ হাসিনার নতুন ফোনালাপ, নিজেকে প্রধানমন্ত্রী দাবি

১৭

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৩ জনের মৃত্যু

১৮

৫০ হাজার কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে : আওয়ামী লীগ

১৯

সাতক্ষীরায় ১১টি সোনার বারসহ চোরাকারবারি আটক

২০
X