ঢাকা বিশ্বিদ্যালয়ের টিএসসি এবং ডাকসু ক্যাফেটেরিয়া থেকে বন্যা দুর্গদের ১৯টি ট্রাক ত্রাণ এবং প্রায় ২০,০০০ এর অধিক রিলিফ পাঠানোর বিষয়ে সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিং করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (২৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া ও কমিউনিকেশন উইং রেজওয়ান আহম্মেদ রিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্বিদ্যালয়ের টিএসসি এবং ডাকসু ক্যাফেটেরিয়া থেকে ১৯টি ট্রাকবোঝাই করে সড়ক পথে এবং বাংলাদেশ বিমানবাহিনীর সহায়তায় আকাশ পথে বন্যা দুর্গদের জন্য প্রায় ২০,০০০ এর অধিক রিলিফ (ত্রাণ) পাঠানো হয়েছে।
গত তিনদিন ধরে যে ত্রাণসংগ্রহ, তহবিল এবং বিভিন্ন জেলায় যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হয়েছে তার আয়-ব্যয়ের হিসাব নিয়ে আজ রোববার সন্ধ্যা ৬ টার দিকে প্রেস ব্রিফিং করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মন্তব্য করুন