বন্যার্তদের সহায়তায় একদিনের সমপরিমান বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আওতাধীন প্রকল্পসমূহের কর্মকর্তা-কর্মচারীরা। রোববার, (২৫ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার নোবেল দে স্বাক্ষরিত প্রতিবেদনে এ কথা জানা যায়।
যেখানে বলা হয়েছে, দেশের বন্যাকবলিত মানুষদের সহযোগিতার জন্য ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ ০১ (এক) দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আওতাধীন প্রকল্পসমূহের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ (২৫ আগস্ট, ২০২৪) এ সিদ্ধান্তের নিশ্চিত করেন সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন।
মন্তব্য করুন