ভারি বৃষ্টি ও উজানের ঢলে বন্যা দেখা দিয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে।
বন্যায় তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি। পানিবন্দি ৩৬ লাখ মানুষ। এর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।
এমন পরিস্থিতিতে বন্যা কবলিতদের উদ্ধারে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। সেই সঙ্গে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসছেন ব্যক্তি থেকে শুরু করে নানা দাতা সংস্থা।
এ ছাড়াও বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ। এমতাবস্থায় চুপ নেই সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্যার্তদের নিয়ে পোস্ট দিয়েছেন মাশরাফি। যেখানে তিনি লিখেছেন, ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহ'র কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।
মন্তব্য করুন