রাজধানী ঢাকাসহ দেশের ৬ বিভাগে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২২ আগস্ট) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জানিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ মোট ৬ বিভাগের কোথাও কোথাও আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
একই সঙ্গে ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে জানান আবহাওয়া অফিস।
মন্তব্য করুন