বিয়ে নিয়ে তরুণদের উপদেশ দিয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। বুধবার (২১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি তরুণদের বিয়ে নিয়ে উপদেশ দেন।
শফিক রেহমান বলেন, তরুণদের প্রতি আমার উপদেশ হলো বিয়ে করলে অনেক বিবেচনা করতে হবে। তোমার মতো গুণ আছে কি না, গান শোনে কি না, বই পড়ে কি না এসব খুঁজতে হবে। আমি চাই সবার মধ্যে ভালোবাসার উদয় হোক।
সিনিয়র এ সাংবাদিক বলেন, তরুণদের কেন মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে হবে? তারা মন্ত্রী হবে। কারণ তরুণ বয়সে বাড়ি গাড়ি টাকা পয়সা করার লোভ কম থাকে। তিনি বলেন, বিদেশে অবস্থানরতরা আন্দোলনে অনেক সুফল বয়ে এনেছে। আমার দুদেশ থেকেই আন্দোলন দেখতে পারার সৌভাগ্য হয়েছে। শফিক রেহমান বলেন, সবাই আওয়ামী লীগের ফাঁসি চাইলে তো দেশ থাকবে না। ফলে আমাদের ক্ষমার চিন্তা করতে হবে। কে দোষ করেছে তা সবাই জানে। এজন্য সময় নষ্ট করার দরকার নেই।
মন্তব্য করুন