দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে র্যাপারদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পূর্বঘোষিত কনসার্ট স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (২১ আগস্ট) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। এ সময় বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আগামীকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে এ কনসার্ট হওয়ার কথা ছিল।
রিফাত রশিদ ফেসবুক বার্তায় জানায়, ‘দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজু ভাস্কর্যে আগামীকালের কনসার্ট স্থগিত করা হলো। এখন বন্যার্তদের পাশে দাঁড়াবার সময়, সকলেই এগিয়ে আসুন।’
এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাপারদের নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যে কনসার্ট। র্যাপাররা এবার ছাত্র-নাগরিক অভ্যুত্থানের ভাষা নির্মাণে বিপুল ভূমিকা রেখেছে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের যে প্রতিরোধের স্পিরিট, তা ব্যক্ত হয়েছে তাদের কণ্ঠে। প্রতিরোধ এখনো শেষ হয়নি!’
এরই মধ্যে সিলেট, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। কনসার্ট ঘোষণার কয়েক ঘণ্টা পর অপর এক পোস্টে তিনি লিখেছেন, ‘কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেটসহ অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সারা দেশের প্রতিটি মহল্লা থেকে টিম গঠন করে করে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’
প্রসঙ্গত, জুলাইয়ে জোয়ার ওঠা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে পরিণত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। ছাত্র-জনতার এই আন্দোলনকে বেগবান করতে ভূমিকা রাখে কার্টুন, গ্রাফিতি ও র্যাপ গান। এ সময় র্যাপাররা জ্বালাময়ী গান বেঁধে শিক্ষার্থীদের চাঙ্গা করেন।
মন্তব্য করুন