চাকরি স্থায়ীকরণ ও এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তরসহ দুই দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (২১ আগস্ট) সকালে দাবি আদায়ের লক্ষ্যে ইসির সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে তারা কর্মসূচি শুরু করেন।
কর্মকর্তা-কর্মচারীরা জানান, এই প্রকল্পে লোকবল সংখ্যা ২ হাজার ২৬০ জন। তারাই এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে থাকেন। তাই খুব শিগগিরই তাদেরকেআউটসোর্সিং থেকে রাজস্বে নিয়ে আসতে হবে।
তারা বলেন, ইতোমধ্যে আমরা এনআইডি সেবা বন্ধ করে দিয়েছি, আমাদের দাবি-দাওয়া আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য এই সেবা বন্ধ থাকবে।
মন্তব্য করুন