কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিবিএসে অন্য ক্যাডার চান না পরিসংখ্যান ক্যাডাররা

পরিসংখ্যান ক্যাডারদের আলোচনা সভা। ছবি : কালবেলা
পরিসংখ্যান ক্যাডারদের আলোচনা সভা। ছবি : কালবেলা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) অন্যান্য ক্যাডারের কর্মকর্তা প্রেষণে নিয়োগ না দেওয়ার দাবি জানিয়েছেন পরিসংখ্যান ক্যাডাররা। বিবিএসে মহাপরিচালক ও উপমহাপরিচালক পদে অন্য ক্যাডারের দখলদারিত্ব বন্ধ করতে হবে। প্রেষণে কোনো নিয়োগ চলবে না। অবিলম্বে পরিসংখ্যান ক্যাডারের সিনিয়র কর্মকর্তাগণকে পদোন্নতি দিয়ে উপমহাপরিচালক ও মহাপরিচালকের দায়িত্ব প্রদান করতে হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এক আলোচনায় পরিসংখ্যান ক্যাডাররা এ দাবি জানান।

আলোচনায় সভায় পরিসংখ্যান ক্যাডাররা বলেন, প্রতিটি ডিপার্টমেন্টের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে মন্ত্রণালয়গুলো সংশিস্নষ্ট ক্যাডারের কর্মকর্তারা কর্তৃক পরিচালনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরিসংখ্যান ক্যাডারদের দাবি, কোনো বিশেষ মন্ত্রণালয় বা দপ্তরে অন্য ক্যাডারের কোনো কর্মকর্তা দায়িত্ব পালন করতে আসলে স্পেশাল সেক্টরের কাজ এবং প্রয়োজনগুলো হজম করতে করতে তার চলে যাওয়ার সময় হয়ে যায়। এ ছাড়া, তিনি যেহেতু জানেন তিনি অন্যত্র চলে যাবেন, সেহেতু প্রাথমিক ধারণা নিয়ে প্রধানত রুটিন কাজগুলো চালিয়ে যান। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজগুলো যুগের পর যুগ আটকে থাকে। তাছাড়া তাকে আরো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বা দপ্তরে হওয়ার তদবিরও করতে হয়! এভাবে দপ্তরগুলোর কার্যকারিতা নষ্ট হয় যা রাষ্ট্রের উন্নয়নের পথে মারাত্মক অন্তরায়। বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারদের দাবিগুলোর মধ্যে রয়েছে, কৃত্যক্যাডারভিত্তিক মন্ত্রণালয় হতে হবে (ক্যাডার যার মন্ত্রণালয় হবে তার), আমার ক্যাডার আমার ডিজি ও ডিডিজি অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ও উপমহাপরিচালক পদে অন্য ক্যাডারের দখলদারিত্ব বন্ধ করতে হবে। প্রেষণে কোনো নিয়োগ চলবে না। অবিলম্বে পরিসংখ্যান ক্যাডারের সিনিয়র কর্মকর্তাগণকে পদোন্নতি দিয়ে উপমহাপরিচালক ও মহাপরিচালকের দায়িত্ব প্রদান করতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত তাত্ক্ষণিক উপমহাপরিচালক ও মহাপরিচালক পদে পরিসংখ্যান ক্যাডারের সিনিয়র কর্মকর্তাগণকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করতে হবে। মহাপরিচালক পদ গ্রেড-১, উপমহাপরিচালক পদ গ্রেড-২, পরিচালক পদ গ্রেড-৩ এ উন্নিতকরণ করতে হবে, বর্তমানে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের জরুরিভিত্তিতে ভুতাপেক্ষ পদোন্নতি প্রদান করতে হবে, সকল ক্যাডারের ব্যাচভিত্তিক পদোন্নতি নিশ্চিত করতে হবে, কোটামুক্ত ৭৫% ও ২৫% এর মতো অন্যায্য এবং রাষ্ট্রের কল্যাণ পরিপন্থি কোটা বাতিল করে মেধা তালিকার ভিত্তিতে বা সুপিরিয়র সার্ভিস পুলের মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করতে হবে।

এছাড়া, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদসমূহে সরকারি কর্মকর্তাকে দায়িত্ব প্রদানের যত বিধি রয়েছে, প্রায় সকল ক্ষেত্রে শুধু একটি নির্দিষ্ট ক্যাডারের কর্মকর্তাগণকে বিবেচনা করা হয়ে থাকে। বৈষম্যের এ নীতি বন্ধ করতে হবে, জেলা পরিসংখ্যান অফিসসমূহকে যুগোপযোগী এবং অধিকতর কার্যকর করতে প্রতিটি জেলা পরিসংখ্যান অফিসে অবিলম্বে পরিসংখ্যান ক্যাডারের একটি করে পরিসংখ্যান কর্মকর্তা পদ সৃজন করতে হবে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের জন্য বৈষম্য সৃষ্টিকারী ক্যাডারের কর্মকর্তাগণকে দায়িত্ব প্রদান করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএমসি’র ৫০ বছরপূর্তি উপলক্ষে লোগো উন্মোচন 

৪০ শতাংশ ভোট না পড়লে ফের ভোটগ্রহণের প্রস্তাব

‘একদম চুপ, কান ফাটাইয়া ফেলমু’, অধ্যক্ষকে জামায়াত কর্মী

ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন

বগুড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বিয়েতে অস্বীকৃতি, বাবার গুলিতে মেয়ে নিহত

সাত কৃষককে ধরে নিয়ে গেল সন্ত্রাসীরা, মুক্তিপণ দাবি

ছাগলকাণ্ড : সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রিমান্ডে

চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, হবে যেসব আলোচনা

শৈশবের বন্ধুদের প্রিয় কবিতা শোনালেন মির্জা ফখরুল

১০

পুতুল-টিউলিপসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

১১

পুতুলকে ‘হু’ থেকে অপসারণে অনলাইনে চলছে গণস্বাক্ষর, ব্যাপক সাড়া

১২

চটপটির দোকানে ২৩৪ কোটি টাকা ঋণ, অনুসন্ধান করবে দুদক

১৩

ভুয়া আসামি দাঁড় করিয়ে জামিন, ৪ জনের নামে মামলার নির্দেশ আদালতের

১৪

অত্যাধুনিক গোয়েন্দা জাহাজ নামাল ইরান

১৫

সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠক / বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়তে চায় পাকিস্তান

১৬

পরিযায়ী পাখির মাংস বিক্রি, বন আদালতে মামলা

১৭

দুদক সংস্কারে যেসব প্রস্তাব দিয়েছে কমিশন

১৮

‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়’

১৯

যুবদল নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ হয়ে বাবার মৃত্যু

২০
X