রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত চুক্তিভিত্তিক ৩৯০ জন কেবিন ক্রু কর্মবিরতির ঘোষণা দিয়েছে। চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন তারা।
রোববার (১৮ আগস্ট) কর্মবিরতর এ ঘোষণা দেয় কেবিন ক্রুরা।
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কেবিন ক্রু-রা জানিয়েছেন, এ মূহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত আছেন ৬৩০ জন কেবিন ক্রু, এদের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগে আছেন ৩৯০ জন। দিনের পর দিন একই কর্ম পরিবেশে চলছে দুই রকমের বৈষম্য।
তারা বলেন, কেবিন ক্রুদের কাজ হচ্ছে— বিমানে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের যেখানে ৩৯০ জন কেবিন ক্রু চাকুরির নিশ্চয়তা নেই, সেখানে কীভাবে এই কেবিন ক্রুরা যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করবে।
কেবিন ক্রুদের এই কর্মবিরতির কারণে সোমবার (১৯ আগস্ট) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও ইন্টারন্যাশনাল ফ্লাইট সিডিউল বিঘ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন