ভুয়া পরিচয়ে জাল সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে ছাত্র সমন্বয়ক এবং প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আমরা সব যাচাইবাছাই করে দেখছি বাস্তবিক অর্থে কী হয়েছে। যারা সত্যিকার অর্থে বীর মুক্তিযোদ্ধা তারা থাকবেন। আর যাদের সত্যতা মিলবে না তাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হবে।
যে সব ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে, এতদিন রাষ্ট্রের ভাতা ভোগ করেছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তা যাচাইবাছাই করবে। রাষ্ট্রের সঙ্গে প্রতারণার জন্য তাদের শাস্তিও ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, দেশে কী পরিমাণ বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরি পেয়েছেন, বীর মুক্তিযোদ্ধাদের অবস্থা কী- সবকিছুই যাচাইবাছাই করে জনসাধারণের কাছে উন্মুক্ত করব।
মন্তব্য করুন