কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

আইসিটি বিভাগে হামলার শিকার সাংবাদিক ইমদাদ

হামলা কারী মোশাররফ হোসেন পারভেজ, সেলিম মাহমুদ, শর্মিলী খাতুন । ছবি : কালবেলা
হামলা কারী মোশাররফ হোসেন পারভেজ, সেলিম মাহমুদ, শর্মিলী খাতুন । ছবি : কালবেলা

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ভবনে হামলা শিকার হয়েছেন সাংবাদিক এস এম ইমদাদুল হক। তিনি অনলাইন নিউজ পোর্টাল ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাহী সদস্য।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে আইসিটি টাওয়ারের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ফ্লোরে এ ঘটনা ঘটে।

হাইটেক পার্কের হিসাবরক্ষক মোশাররফ হোসেন পারভেজ, কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম অফিস সহকারী সেলিম মাহমুদ এবং শর্মিলী খাতুনের নেতৃত্বে এ হামলার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক ইমদাদুল হক।

ঘটনার বিষয়ে তিনি জানান, দুপুরের দিকে আইসিটি টাওয়ারে গিয়ে তিনি দেখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারীরা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন। তাদের স্লোগান শুনে দেখতে যান ইমদাদ। এরপর আন্দোলনকারীরা চলে যেতে বললে ইমদাদ চলে যাচ্ছিলেন। এসময় ইমদাদকে পেছন থেকে জাপটে ধরে এলোপাথাড়ি কিলঘুষি দেন মোশাররেফ হোসেন পারভেজ এবং সেলিম মাহমুদ।

ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, হামলা থেকে বাঁচতে প্রথমে জনসংযোগ কর্মকর্তা জুয়েল কিবরিয়ার কক্ষের দিকে এগোতে যান তিনি। পরে এমডির কক্ষের দিকে যান ইমদাদ। এসময় হাইটেক পার্কের অন্যান্য কর্মকর্তারা ছুটে এসে দ্বিতীয় দফায় আবারও ইমদাদের ওপর আক্রমণ করে। পাশে থেকে শর্মিলী খাতুন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের হামলা করতে আরও উৎসাহ দেন।

ইমদাদ বলেন, পরে কোনোমতে আমি প্রাণ নিয়ে জনসংযোগ কর্মকর্তার কক্ষে আশ্রয় নিয়েছি এবং তাদের পাহারায় এমডির রুমে যাই। ঘটনাদৃষ্টে তাদের আচরণ কর্মচারীর চেয়ে সন্ত্রাসী বলেই মনে হয়েছে। পরে আমার সহকর্মীরা আমাকে রক্ষায় এমডির রুমে এসে আলাপ করে দোষীদের শাস্তি দাবি করেন।

ইমদাদের আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটির মাধ্যমে অভিযোগ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি জিএসএম জাফরউল্লাহ। বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং পরবর্তীতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন।

এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। আজ সন্ধ্যায় সংগঠনটির সাধারণ সম্পাদক সাব্বিন হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের দাম বাড়ল

কক্সবাজারের তরুণীকে বন্দিদশা থেকে মুক্ত করতে হাইকোর্টে মার্কিন যুবক

রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখন শীর্ষে

ক্ষমতায় গেলে ‘পতিত ফ্যাসিস্টদের’ বিচার করবে বিএনপি : মির্জা ফখরুল 

নওগাঁয় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেল-জরিমানা

মই দিয়ে কৃষকের বোরো ধান নষ্ট করল প্রতিপক্ষ

সাকরাইনে ঢাকাবাসীর উল্লাস

ট্রাম্পের দ্বিতীয় আগমন ও ট্রান্স-অ্যাটলান্টিক সম্পর্কের ভবিষ্যৎ

দুয়ার সার্ভিসেসের কিউআইও স্থগিত, তদন্ত কমিটি গঠন

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

১০

বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কারাগারে

১১

টেকসই নগরায়ণের পথে বাংলাদেশ : দরিদ্রবান্ধব উন্নয়ন মডেলের সাফল্য

১২

জাকারবার্গের বিরুদ্ধে সমন জারি করতে চায় ভারত

১৩

‘নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে’ 

১৪

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৮০ মামলা 

১৫

আখাউড়ায় স্থলবন্দরে এইচএমপিভি ভাইরাস নিয়ে সতর্কতা

১৬

এসকে সুর কারাগারে  

১৭

বিয়ের দাবিতে প্রেমিকের অফিসে হাজির প্রেমিকা, অতঃপর...

১৮

ইউএনও অফিসে চুরি, সহকারী প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

১৯

৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

২০
X