বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে নিরাপত্তা দেওয়ার জন্য তুলে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবিপ্রধান হারুন অর রশিদ।
শনিবার (২৯ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডিবিপ্রধান বলেন, বিএনপির ইট-পাটকেলে পুলিশের সিনিয়র কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই ঢিল বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের গায়েও লেগেছিল। পরে তাকে নিরাপত্তা দিতে তুলে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছিল। পরে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে অবস্থান কর্মসূচির সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কয়েকজন আহত হন। পরে গয়েশ্বরকে একটি পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন : লুটিয়ে পড়ার পরও পেটানো হয় গয়েশ্বরকে
মন্তব্য করুন