‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’-এর সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে শিক্ষার্থীদের পক্ষে অংশ নেওয়া প্রতিনিধিরা জানিয়েছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ক্ষতিপূরণ, পুনর্বাসনসহ অনেকগুলো কার্যক্রম বাস্তবায়নে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন। যেহেতু আমাদের কাছে সরকার সময় চেয়েছে, তাই আগামী ৩ দিন (১৪-১৬ আগস্ট) ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’-এর সাধারণ শিক্ষার্থীদের কোনো কর্মসূচি থাকছে না।
বৈঠক শেষে তারা বলেন, এই সময়ে যদি অন্যকোনো স্বার্থান্বেষী বা বিতর্কিত ব্যক্তিবর্গ সংখ্যালঘু শিক্ষার্থীদের নিয়ে কোনো কর্মসূচি পালন করে এজন্য আমরা দায়ী থাকব না। পরে বিস্তারিত এ বিষয়ে জানানো হবে। সবাইকে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যেতে আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
মন্তব্য করুন