নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের বন, পাহাড়, নদী, জলাশয় দখল ও দূষণের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির স্বাক্ষরিত নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে জানানো এক শুভেচ্ছা বার্তা এসব কথা বলে সংগঠনটি।
শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বলিষ্ঠ নেতৃত্বে দেশের বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান হবে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন এ সরকার ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণ করে অন্ধকার ও দুর্নীতিমুক্ত পরিবেশবান্ধব দেশ হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।
মন্তব্য করুন