সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সুপ্রদীপ চাকমা।
বর্তমান সমাজে অর্থনৈতিক, ধর্মীয় ও সংখ্যালঘুদের প্রতি বৈষম্যসহ বিভিন্ন রকম যেসব বৈষম্য রয়েছে সবক্ষেত্র থেকে তা দূর করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায়।
সোমবার (১২ আগস্ট) সকাল পৌনে ১০টায় সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তারা এ শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে তারা দুজনই সৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরে অন্তর্বর্তীকালীন সরকারের এই দুই উপদেষ্টা সকাল ১০টা ৫ মিনিটে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এ দুই উপদেষ্টা তাদের দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান। সে সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করে তারা জানান, মানুষের আশা-প্রত্যাশা পূরণে তারা কাজ করে যাবেন।
মন্তব্য করুন