চাকরি স্থায়ীকরণের দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করেছেন আনসার সদস্যরা।
আজ রোববার সকাল ১০টা থেকেই বিক্ষোভ শুরু করেন তারা।
আনসার সদস্যরা বলছেন, তারা সকাল-সন্ধ্যা ডিউটি করেন কিন্তু সুবিধা ভোগ করে ব্যাটালিয়নের সদস্যরা। সম্প্রতি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের ঘোষণায় তারা মাঠে নেমেছেন। তারা চাকরির স্থায়ীকরণ চান।
এর আগে প্রশাসনে সর্বস্তরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করবে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) প্রশাসনে দুই ডজনের বেশি কর্মকর্তা বর্তমানে চুক্তিভিত্তিক চাকরি করছেন। এসব কর্মকর্তা পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিশ্বস্ত হিসেবে পরিচিত। এদিকে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারাও তাদের চুক্তি বাতিল করে এবং অন্যান্য সুবিধাভোগী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানোর জন্য সোচ্চার হয়েছেন।
মন্তব্য করুন