শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে এক মানববন্ধন শিক্ষাভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সর্বস্তরের প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফরোজা বেগম। মানববন্ধনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মার মাগফেরাত ও দোয়া করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী রায়হান বাদশা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমির কুমার রজক দাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিনহাজ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাশেম সরদার, নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী হাসান শওকত , শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাফর আলী সিকদার, সরকারী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ মিয়াজী প্রমুখ।
মানববন্ধন শেষে বর্তমান প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শিক্ষাভবন প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন