ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য সৈয়দ শুকুর আলী শুভকে গালি ও ভয়-ভীতি দেখিয়ে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব।
শনিবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
ভুক্তভোগী শুভ জানান, শুক্রবার রাতে তিনি অফিস থেকে বের হয়ে প্রেস ক্লাবে যান। সেখান থেকে সিএনজি না পেয়ে রিকশাযোগে বাসার উদ্দেশে রওয়ানা দেন। কিছু দূর যাওয়ার পরে কয়েকজন অচেনা লোক তার গতিরোধ করে এবং সাংবাদিক জানার পরে গালাগাল এবং ভীতি প্রদর্শন করে।
এ ঘটনায় ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ ইসি সদস্য সৈয়দ শুকুর আলী শুভকে গালাগাল ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ছাড়াও সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার দ্রুত বিচার দাবি করেন ক্র্যাব নেতারা।
মন্তব্য করুন