তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা আন্দোলনের আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।
শনিবার (১০ আগস্ট) এক শোকবার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুতে দেশের সম্পদ রক্ষা আন্দোলনসহ প্রগতিশীল আন্দোলন সংগ্রামের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল।
শোকবার্তায় উদীচীর নেতারা বলেন, ১৯৩১ সালের ৩১ জুলাই খুলনার দৌলতপুরে জন্মগ্রহণ করা প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ছাত্রজীবন থেকেই বামপন্থি রাজনীতির প্রতি আকৃষ্ট হন। মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে তার ছিল উল্লেখযোগ্য ভূমিকা। পেশাগত জীবনেও তিনি ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ প্রকৌশলীদের একজন।
প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লার সবচেয়ে বড় অবদান জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে নেতৃত্বদান। তার নেতৃত্বেই আড়াই দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের কারণে ভারতে গ্যাস রপ্তানির উদ্যোগ বন্ধ হয়েছে। বিদেশিদের গ্যাস ব্লক ইজারা দেওয়াসহ খনিজসম্পদ উত্তোলনে জাতীয় স্বার্থ সংরক্ষণের আওয়াজ উঠেছে। বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়ার প্রচেষ্টাও নস্যাৎ হয়েছে। জেল-জুলুম-নির্যাতন সহ্য করেও তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৪ বছর।
মন্তব্য করুন